আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মীর আব্দুল লতিফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আজ সকালে কালকিনি প্রেসক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
লিখিত প্রতিবাদ লিপিতে মীর আব্দুল লতিফ বলেন, 'আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি এবং বর্তমানে মুজিব আদর্শের রাজপথে একজন লড়াকু সৈনিক। কিন্তু একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় পতিপন্ন করার উদ্দেশ্যে আমার নামে বিএনপি কর্মী বলে অপপ্রচার চালাচ্ছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
এসময় গোপালপুর ইউনিয়নের সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ