মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে নিখোঁজের একদিন পর সরিষ্যা ক্ষেত থেকে সীমা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী লোকমান ফকিরকে (৩৫) গ্রেফতার করেছে। তাদের ঘরে ২টি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, পরিবারিক কলহের জেরে শনিবার সন্ধার পর থেকে নিখোঁজ ছিলেন নিহত গৃহবধূ সীমা। গতকাল বিকেলে বাড়ির পাশের সরিষ্যা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা এস.আই আজিজুর রহমান বলেন, 'লাশের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। আর লাশ উদ্ধার করা হয়েছে সরিষ্যা ক্ষেত থেকে। তাকে যে হত্যা করা হয়েছে তা আলামতে স্পষ্ট। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।'
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ