যৌনকর্মীদের মানবাধিকার উন্নয়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসাব ও মানুষের জন্য ফাউন্ডেশন'র সহায়তায় প্রিসেপ এর আয়োজন করে।
আজ সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বেসরকারী সংস্থা হাসাবের টিম লিডার মো. এনামুল হক, টাঙ্গাইল নারী মুক্তি সংঘের নির্বাহী প্রধান আকলিমা বেগম আঁখি, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ'র কোষাধ্যক্ষ আলেয়া আক্তার লিলি ও হাসাবের প্রোগ্রাম অফিসার মো. মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লী পুনরায় বসার পর থেকেই যৌনকর্মীরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ছেলে মেয়েরা পড়াশোনা ও স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। আগে টাঙ্গাইল যৌনপল্লির ছেলেমেয়েদের লেখাপড়ার বিশেষ ব্যবস্থা ছিল। যা বর্তমানে নেই। এছাড়া যৌনপল্লীতে ক্লিনিক ও ডাক্তারের ব্যবস্থা ছিল। এসব সেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা না থাকায় যৌনকর্মীরা অসহায় জীবনযাপন করছেন। এবং রাতে পুলিশ কর্তৃক খদ্দের ধরে নেয়াসহ পুলিশের বিভিন্ন হয়রানি থেকেও মুক্তির দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ