গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুদ রানা (২৪) ও তার স্ত্রী রুবনা বেগম (২২)।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের চারমাথা মোড়ে বনফুল হোটেল এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মাসুদ ও রুবনা দম্পতিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন