চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ সারোয়ার হেসেন (২৬) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। আটক সারোয়ার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসিরউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালহইর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।। এ ব্যাপারে নাচোল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ