উখিয়ার বালুখালী পান বাজারে সন্ত্রাসী হামলা, ভাংচুরসহ অগ্নিসংযোগ করে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৫ জনকে আসামি গত ২৪ জানুয়ারি উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তাং-২৪/০১/২০১৬ইং।
মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিলেও বুধবার আদালত উক্ত জামিন বাতিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে মামলা বাদী সূত্রে জানা গেছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ধারালো কিরিচ, দা, হকিস্টিক নিয়ে হাজী আব্দুল মজিদের উপর এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লেলিয়ে দেওয়া দুর্বৃত্তদেরএলোপাতাড়ি কিরিচ ও ছুরিকাঘাতে মোহাম্মদ ছিদ্দিক, মুজিবুর রহমান রক্তাক্ত জখম হয়। পরে ১৮/২০ জন দুর্বৃত্ত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি মুদির দোকান ভাংচুরকরে লুটপাট চালায়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাপক লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো, আকবর আহাম্মদ, আবু তাহের, গোলাম কাদের, ফখরুদ্দিন প্র. ডাকাত ফখরুল, নুরুল হক ডাকাত, কামাল উদ্দিন প্র. ছুরি কামাল, মো. শাহাজাহান ডাকাত, জসিম উদ্দিন, মিজানুর রহমান, আশিইক্কা, সাইদুল হক, তাহেরিয়া, জয়নাল আবেদীন, রহিম উল্লাহসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদের সকলের বাড়ি পালংখালী ইউনিয়নের বালুখালী ও শিয়াইল্যাপাড়া এলাকায়।
এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানবলেন, এ ধরনের কোনো গ্রেফতারি পরোয়ানা আমার কাছে আসেনি। আসলে অবশ্যই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৬/ রশিদা