বগুড়ায় র্যাবের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার বেলা পৌনে ১২ টায় শহরের হাড্ডপট্টি এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ধুনট থানাধীন চরধুনট গ্রামের মৃত ভুলু মন্ডল এর ছেলে আলামিন (২২) এবং শিবগঞ্জ থানার জুড়িমাছপাড়া গ্রামের বুলু শেখ এর ছেলে রুবেল (২৫)। এসময় তাদের কাছে থেকে নেশা জাতীয় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানাগেছে, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এএফএম আজমল হোসেন খানের নেতৃত্বে ডিএডি মোশারফ হোসেনসহ র্যাব সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন