মাদক ব্যবসায়ীদের ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তা হত্যার প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কমিউনিটি পুলিশিং কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিবগঞ্জ কানসাট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বশির আহমেদ পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ওসি এমএম ময়নুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, এডভোকেট আতাউর রহমান প্রমুখ। বক্তাগণ মাদক ব্যবসা রোধসহ মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সকলের সহায়তা কামনা করেন এবং দুই পুলিশ হত্যাকারী মাদক ব্যবসায়ী পারভেজকে দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবী জানান।
উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরে দায়িত্ব পালন করতে গিয়ে মাদকবহনকারী ট্রাকচাপায় দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাজারামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শিবগঞ্জ থানার এসআই ছাদেকুল ইসলাম (৩২) ও জয়পুরহাট জেলার সুতিঘাট গ্রামের শাহজাহান আলীর ছেলে শিক্ষানবীশ সার্জেট আতাউল ইসলাম (২৬) নিহত হন। পরে বেলা ১১টার দিকে ঘাতক ট্রাকের চালক ঝালকাঠি জেলার নলছিটি থানার অনুরাগ গ্রামের সেরাজুল ইসলামকে (৩৮) ১৪৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়। পরের দিন শুক্রবার ঘাতক চালক সেরাজুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা ও মাদকদ্রব্য মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীকালে এই হত্যাকাণ্ডের ঘটনা মাদক ব্যবসায়ীদের পূর্ব পরিকল্পিত বলে জানায় এবং ওই ঘটনার মুল নায়ক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী পারভেজের নামসহ বিভিন্ন তথ্য প্রকাশ করে। কিন্তু কয়েক দফা অভিযান চালালেও মাদক ব্যবসায়ী পারভেজ রয়েছে ধরাছোয়ার বাইরে।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ