নীলফামারীর সৈয়দপুর উপজেলার গ্রামীণ সড়কে মাটিবাহী ট্রাক্টরের চাপায় কাজল (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ফকিরপাড়া গ্রামের কহিদুল ইসলামের মেয়ে। সে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম (ওসি) জানান, দুপুরে ওই স্কুলের আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্কুলে যাচ্ছিল কাজল। এসময় ইটভাটার মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এলাকাবাসী ট্রাক্টরটি আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন