নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবেশী ভাড়াটিয়া রাইসা নামে এক ৫ মাস বয়সের শিশুকে চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার তারাব এলাকায় ঘটে এ ঘটনা। রাইসা ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানার বইসর এলাকার রাসেল মিয়ার ছেলে।
রাসেল মিয়া জানান, তিনি স্ত্রী রিনা আক্তার ও শিশু রাইসাকে নিয়ে উপজেলার তারাব এলাকার ছাত্তার মেম্বারের বাড়িতে ৭ বছর ধরে বসবাস করে আসছেন। সিমা আক্তার নামে অপর আরেক ভাড়াটিয়া গত দুই মাস ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন।
বুধবার সকালে সিমা আক্তার মেলায় বেড়ানোর কথা বলে রিনা আক্তারের কাছ থেকে শিশু রাইসাকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে শিশু রাইসাকে না পেয়ে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, চুরি হওয়া শিশুকে উদ্ধারসহ চোরদের আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন