ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার সোনিয়া নামের এক প্রসূতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। নিহত ফাতেমা উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। আজ দুপুরে উপজেলা সদরের ফালগুনকরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে সিজারে বাচ্চা প্রসব শেষে তিনদিন পর ছাড়পত্র নিয়ে ফাতেমা আক্তারসহ স্বজনরা রবিবার দুপুর ১২টায় মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো দিকে দিয়ে দ্রুত গতিতে আসা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১১-০৫৮৩) মাইক্রোবাসটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সম্মুখ অংশ ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী প্রসূতি ফাতেমা আক্তার সোনিয়াসহ ৭ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিলা নেয়ার পথে ফাতেমা আক্তার সোনিয়ার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার