লক্ষ্মীপুরে সিএনজি অটোরিক্সা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার মজুপুরের কবির বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলম সিএনজি অটোরিক্সার চালক ছিলেন। তিনি দালাল বাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে আসা সিএনজি অটোরক্সিা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) আবদুল্যা আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২