দিনাজপুরের কাহারোলের মালগ্রামে মন্দিরের দুইটি প্রতিমার মাথা ভাংচুর এবং ৩টি খড়ের গাদায় ও রান্নাঘরের চালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির মালগ্রাম পানুয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশী পরিতোষ রায় জানায়, শনিবার দিবাগত রাতে মালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শচীন্দ্র নাথ দাস এর পারিবারিক মন্দিরের কালিসহ দুইটি প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় শিক্ষক শচীন্দ্র নাথ দাস ও ডালিম এর ২টি খড়ের ও ভুট্টার খড়ের গাদায় এবং রান্না ঘরের চালে আগুন দেয় দুর্বৃত্তরা।
শচীন্দ্র নাথ দাস জানায়, আমারসহ পাশের বাড়ির সাথে খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষনিক আগুনের শিখা দেখে এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসে। এলাকাবাসীরা আগুন নেভাতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে গ্রামের বাড়িঘর রক্ষা পায়।
ঘটনার পর পুলিশ সুপার হামিদুল আলম, সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল সুজন সরকার, কাহারোল থানার ওসি মোঃ মনসুর আলী সরকার, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন মাষ্টারসহ স্থানীয় প্রশাসন পরিদর্শন করেছেন।
কাহারোল থানার ওসি মোঃ মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।