সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমি থেকে আনুমানিক ৩০ বছর বয়সের অজ্ঞাত এক নারীর গলা কাটা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ উপজেলার বামনগ্রামের একটি ফসল ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সবুজ হোসেন।
তিনি বলেন, গলা কাটা লাশটি ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর তার মরদেহ ফেলে পালিয়ে যায়। ওই নারীর পরনে হলুদ রংয়ের কামিজ, লাল রংয়ের সালোয়ার এবং কালো বোরকা রয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান উপ-পরিদর্শক সবুজ হোসেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব