লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর-হায়দরগঞ্জ ১১ কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত ৬ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে ''কার্যাদেশের পরও শুরু হয়নি রায়পুর-হায়দরগঞ্জ সড়কের সংস্কার কাজ” এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারের। ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সড়কের মেরামতের কাজ অবশেষে শুরু হয়। এরপরই শনিবার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, রায়পুর পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আখতার হোসেন ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাহার হোসেন প্রমুখ।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত ২০১৫-১৬ অর্থবছরে জরাজীর্ণ ১১ কিলোমিটার সড়কটি পুনঃনির্মাণে ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা বরাদ্ধ দেওয়া হয় মেসার্স হাছান রূপালী জেভী কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠানকে। এর আগে গত ৫ বছর ধরে সংস্কারের অভাবে মারাত্মক বিপজ্জনক হয়ে উঠে সড়কটি। এতে করে প্রায়ই নানা রকম দুর্ঘটনা ঘটতো। যাত্রী ও পথচারীদের দুর্ভোগের যেন শেষ ছিল না। সামান্য বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্ত ও খানা খন্দক তৈরি হয়। স্থানীয়রা গর্তগুলোতে লাল পতাকা গেড়ে দেন যাতে করে যানবাহন ও জনগণ সাবধানে চলাচল করতে পারে। ১১ কিলোমিটার রাস্তা জুড়ে হাজার হাজার বড় বড় গর্ত তৈরি হয়েছিল যা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব