যৌন নিপীড়নের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম মুরাদের অপসারণ দাবি করেছে কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ রবিবার বেলা ১ টা থেকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মুরাদ দীর্ঘদিন ধরে কলেজে ছাত্রীদের জোরপূর্বক যৌন নিপীড়ন করে আসছে। বার বার অভিযোগ করার পরেও তার বিরুদ্ধে কলেজ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি, কলেজের এক ছাত্রীকে নিজ বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। অবিলম্বে এ শিক্ষকের অপসারণ দাবি করেন তারা।
পরে, অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দ্রুততম সময়ে তাকে অপসারণ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম মুরাদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র। আসলে প্রকৃত ঘটনাটি আমি বুঝতে পারছি না কেন তারা আমার বিরুদ্ধে এ ধরনের আচরন করছেন।
এ ব্যাপারে পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা এই মূহুর্তে বলতে পারছি না। তবে যেহেতু একটি আন্দোলন হয়েছে, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি যদি সত্যতা পায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ