বাগেরহাটের মোরেলগঞ্জে বদিউর আলম নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
রবিবার বিকেল ৩টা দিকে ঘর সংলগ্ন ডোবায় পড়ে যায় বদিউর। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘর সংলগ্ন ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন তার মা ফরিদা বেগম।
চট্টগ্রামের পাহাড়তলী থানার আউদ্দা পাড়ার রুম্মান ফকিরের ছেলে বদিউর তার মায়ের সাথে মোরেলগঞ্জের পুটিখালী গ্রামের মামা লিটন মল্লিকের বাড়িতে বেড়াতে এসছিলো।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব