চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন অফিস। তবে চেয়ারম্যান পদে দাখিলকৃত দুই জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। এছাড়া ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানায় নির্বাচন অফিস।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দাখিলকৃত দুই জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গণ্য হয়েছে। দাখিলকৃত ৫৮ সাধারণ সদস্য পদপ্রার্থীর মধ্যে বাছাইয়ে নয় জন এবং সংরক্ষিত ১৬ মহিলা সদস্য পদপ্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জানা যায়, নির্বাচনে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক মো. আবদুস সালাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সমর্থিত প্রার্থী নারায়ন রক্ষিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ