ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়ি এলাকা থেকে রবিবার রেজা পাগল নামের এক ভণ্ড আয়নাবাবাকে গাজাসহ আটক করেছে পুলিশ। গাজা সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। ইউএনও আশাফুর রহমান জানান, রেজা পাগল নামের ওই ব্যক্তি মান্দারবাড়িয়া গ্রামে আস্তানা গেড়ে নিয়মিত গাজার আসর বসাতো এবং গাজা বিক্রি করতো। রবিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে মাদক আইনে ৬ মাসের জেল দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ