ফেনীর বারাহীপুরে আগুনে পুড়ে আবদুল্লাহ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে বারাহীপুর ওয়ার্ডের আবু বকর সড়কের আজমত আলীর বস্তিতে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল্লাহ ওই বস্তির বাবুল হোসেনের ছেলে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সৃষ্ট আগুনে পুড়ে ওই শিশুর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম