যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিন বারপোতা গ্রামের মুনাফবর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, নাশকতামূলক কাজের উদ্দেশে কয়েকজন যুবক একিত্রত হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বারপোতা গ্রামের জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে একটি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
আজ সোমবার দুপুরে থানা থেকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম