ঢাকা জেলার সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস।
তিনি বলেন, সোমবার ভোরে গ্রেফতার করতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে হানিফ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে হানিফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হানিফের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক ডাকাতি মামলা ছিল বলেও জানান এসআই অপূর্ব দাস।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব