নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় জালাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ওই এলাকার একটি আখ ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই আখ ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখা জালালের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল