কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ বরাবর নাফনদীর এ তিনটি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবাহী নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত পাঠানো হয়।
টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ৩৪টি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। নদীর বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গা ছিল বলে তিনি জানান।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে এ পর্যন্ত টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বাহী ১৪৪ টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল