সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-রাজশাহী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার