নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। ইউনিয়নের ধর্মপুর গ্রামের চৌধুরী মৌলভী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো থেকে অন্তত ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার