কুমিল্লার চৌদ্দগ্রামে নাজমা আক্তার নামের তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজমা উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ আকদিয়া গ্রামের দুলাল হোসেন প্রকাশ ইরনের স্ত্রী।
চৌদ্দগ্রাম থানার এসআই জসিম উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে নাজমা আক্তার (৩৫) শনিবার দুপুরে নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল