বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট সংলগ্ন কড়াইতলা খালে স্পীডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৫ম শ্রেনীর ছাত্রী সিদরাতুল মুনতাহা সায়েরীর ভাসমান লাশ ৩৮ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মাহবুব আলম। সায়েরী ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সরোয়ারের মেয়ে
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনার পরপরই খাল থেকে সায়েরীর মা ন্যাশপতি বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় আহত হয় সায়েরীর বাবা ডা. গোলাম সরোয়ার, তার ভাগ্নে মো. খোকন এবং শেরে-ই বাংলা মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের কনসালট্যান্ট ডা. প্রদীপ কুমার। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার একদিন পর শনিবার দুপুরে বন্দর থানার এসআই মো. মিজান বাদী হয়ে দুর্ঘটনাকবলিত দুই স্পীডবোট মালিক, চালক, হেলপার এবং বরিশাল স্পীডবোট মালিক সমিতির সভাপতি ও সম্পাদককে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ বরিশাল স্পীডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারন সম্পাদক ওয়াহিদুল আলমকে গ্রেফতার করে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনা কবলিত স্থান থেকে প্রায় ৫শ’ গজ পশ্চিমে সায়েরীর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৬