যথাযত মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে।
নোয়াখালীর সোনাপুরে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের লুদের রানীর গির্জায় রবিবার সকাল ৮টায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় দুনিয়ার সকল মানুষের মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন ফাদার লিন্টু রায়। নানা বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এতে অংশ নেয়।
এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যপস্থা জোরদার করা হয়েছে।