সারা বিশ্ব তথা বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে যিশু খ্রীস্টের জন্মদিন তথা শুভ বড়দিনের উৎসব। আজ রবিবার সকাল ৮টায় বরিশাল নগরীর সদর রোডের ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা শুরু হয়।
ভক্তদের মাঝে যিশু খ্রীস্টের বার্তা প্রচার করেন চার্চের পালক প্রধান ফাদার মাইকেল দেউরী সিএসসি। এরপর চার্চে সমবেত সকল খ্রীস্ট ভক্ত দেশ-জাতী তথা বিশ্ব মানবতার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। প্রার্থনার ফাঁকে ফাঁকে চলে ধর্মীয় সঙ্গীত। এ সময় তারা বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে গত শনিবার রাত ১২টা ১ মিনিটে যিশু খ্রীস্টের আবির্ভাবের সাথে সাথে শিশু যিশুকে প্রনাম জানায় চার্চের ধর্ম যাযক বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। একই সাথে সকল খ্রীস্টভক্ত যিশুকে প্রনাম জানায়। তারা প্রার্থনা, বাইবেল পাঠ এবং সংঙ্গীতের মাধ্যমে যিশু খ্রীস্টের জন্মদিনকে স্মরন করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান, মানবজাতীর মুক্তি এবং শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় বড়দিনের প্রার্থনা।
ক্যাথিডাল চার্চ ছাড়াও বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন ও অক্সফোর্ড মিশনে এবং রূপাতলীতে আয়োজন করা হয়েছে বড় দিনের উৎসব। বরিশালের সবচেয়ে বড় উৎসবের আয়োজন করা হয় জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরে চার্চে।
এছাড়া জেলার গৌরনদী উপজেলা সদরের ক্যাথলিক মিশন এবং আগৈলঝাড়া উপজেলার খ্রীস্টভক্ত অধ্যুষিত যোবারপাড়, সুবিকারপাড়, ধানডোবা এবং পয়সারহাট এলাকায় আয়োজন করা হয় বড়দিনের বৃহৎ বৃহৎ উৎসবের। বড়দিনকে স্মরনীয় করে রাখতে সবগুলো চার্চ সাজানো হয় নতুন রুপে। করা হয় নজরকারা আলোকসজ্জা।
এদিকে যিশু খ্রীস্টের জন্মদিনের (বড়দিন) উৎসব নির্বিঘ্নে, শান্তিপূর্ন এবং উৎসবমুখর করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
আজ রবিবার বড়দিন হলেও যিশু খ্রীস্টের আগমনী বার্তা প্রচারের জন্য গত ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন পাড়ায় পাড়ায় কীর্ত্তন করে খ্রীস্ট ভক্তরা। গত শুক্র এবং শনিবার স্ট্রিট ক্যারল (ট্রাকে কিংবা বিভিন্ন যানবাহনে আনন্দ উৎসব) করে ভক্তরা। যিশু খ্রীস্টের জন্মদিন উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাথিডাল চার্চের পালক প্রধান ফাদার মাইকেল দেউরী সিএসসি।
বাংলাদেশের প্রথম কার্ডিনাল আর্চ বিশপ প্যাস্ট্রিক ডি রোজারীও পোপের প্রতিনিধি মনোনীত হওয়ায় বরিশাল তথা বাংলাদেশে এবার বড়দিনের উৎসবে বিরাজ করছে বিশেষ আমেজ। ডি রোজারীও’র বাড়ি বরিশালের বারেকগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামে। কার্ডিনাল নির্বাচিত হওয়ার পর আগামী ৭ জানুয়ারী প্রথমবারের মতো বাড়ি আসছেন তিনি। তাকে স্বাগত জানাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭