দিনাজপুরের সাদিপুর গোদাগাড়ী থেকে শাহিন হোসেন নামে এক যুবককে আপহরণ করে টাকা দাবি করেছে ৪ অপহরণকারী। এসময় অপহরণকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। শনিবার রাতে জেলার বিরামপুর ভাইগড় সীমান্তের সাগড়দিঘি পাড়ে এ ঘটনা ঘটে।
অপহৃত শাহিন হোসেন দিনাজপুর সদরের সাদিপুর গোদাগাড়ি এলাকার মতিবুর রহমানের ছেলে এবং পুগালি অটো রাইসমিলের একজন কর্মচারী।
আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শরিফ উদ্দীনের ছেলে সাখাওয়াত (৩০), দিনাজপুর পাগলামোড় এলাকার মজিবর রহমানের ছেলে সুমন (২৭), একই এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে ফারুক হোসেন এবং বিরল উপজেলার ফারাক্কাবাদ এলাকার শুকদেবপুর গ্রামের বিজয় দাসের ছেলে মহাদেব দাস (৩৫)।
এ ব্যাপারে বিরামপুরের জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সন্ধায় দিনাজপুরের পুলহাট এলাকা থেকে মাইক্রোবাসে চার যুবক শাহিনকে অপহরণ করে নিয়ে আসে। পরে সাগর দিঘির পাড়ে এসে শাহিনকে মোবাইল ফোনে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার চেষ্ঠা করলে শাহিন পানিতে লাফ দিয়ে চিৎকার দেয়।
রাত সাড়ে ১০টার দিকে বাচাঁও বাঁচাও বলে চিৎকার শুনে সাগর দিঘির নৈশ প্রহরী (মৎস্য পাহারাদার) দৌলত হোসেনসহ এলাকাবাসীর সহযোগিতায় অপহরণকারীদের আটক করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিরামপুর থানার ওসি মকলেছুর রহমান আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফেন্সিডিল ব্যবসায়ের লেন-দেন নিয়ে বিরোধে বকেয়া টাকা আদায়ে ভুল করে অন্য একজনকে তুলে আনে। এসময় বিরোধের মুহূর্তে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল