বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পটুয়াখালীতে পালন করছে তাদের অন্যতম ধর্মীয় উৎসব বড় দিন।
প্রায় ৩ শ' বছর ধরে পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙায় খ্রিস্টান পল্লীতে থাকা প্রায় অর্ধশত পরিবার পালন করে আসছে এ উৎসব।
রবিবার সকালে পঙ্কজ নকরেট দি রোজারিও অনুষ্ঠান পরিচালনা করেন। শিশু-কিশোর, নারী-পুরুষ একত্রিত হয়ে গীর্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বড় দিনের শুভ সূচনা করে। পরে দুপুরে বিভিন্ন রকমের খাবার ও বিকেলে আনন্দমেলা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে শুভ বড় দিন।