লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ৪ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
রবিবার দুপুরে সদর উপজেলার পুরাতন তেয়ারীগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, দুপুর দেড়টার দিকে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুণের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এসময় ওই বাজারের নাসির কসমেটিকস, মারফত উল্ল্যাহ ভ্যারাইটিস ষ্টোর, কাজলের মুদি দোকান ও জামান ট্রেইলার্স পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।