যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, যুব উন্নয়নে সরকার যে কাজ করেছে তা এখন প্রতীয়মান। এ কারণে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়ে জিডিপির হার বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যাশনাল সার্ভিসের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বেকারত্ব লাঘব হচ্ছে। আজ সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে যুব উন্নয়ন কার্যক্রম সম্পর্কে যুব উন্নয়ন অধিদপ্তরের বরিশাল জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান ও পুলিশ সুপার আক্তারুজ্জামান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের জেলার কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার