চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা বন্ধ রাখা হয়। এতে রোগীদের সীমাহীন দুর্ভোগে পড়েন। আবু সাদাত রিজন নামের এক চিকিৎসককে লাঞ্ছিত করায় এ কর্মবিরতি পালন করা হয়।
চিকিৎসক আবু সাদাত রিজন বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আমি এক রোগীর চিকিৎসা করাচ্ছিলাম। জরুরি বিভাগে থাকা ওই রোগীর নাক দিয়ে অনবরত রক্ত পড়ছিল। ওই সময়েই আরেক রোগীর স্বজন এসে আব্দার করেন তার সঙ্গে যাওয়ার জন্য। তাৎক্ষণিক যেতে না পারায় তিনি আমাকে লাঞ্ছিত করেছেন। মারধর করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্হিবিভাগ বন্ধ থাকায় দূর-দূরান্ত এলাকা থেকে আগত রোগীরা অনেকে হাসপাতালের বারান্দায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে বিদায় নিচ্ছেন। সেবা না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: মোস্তাফিজুর রহমান জানান, আমি সিসিটিভিতে ঘটনাটি দেখেছি। এখানে ডাক্তারের কোনো গাফিলতি নেই। পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা বিএমএ ও স্বাচিবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন বর্হিবিভাগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি। তবে ইমার্জেন্সি চালু থাকবে। কতদিন তা বলা যাচ্ছে না। তবে ডাক্তাদের নিরাপত্তা ছাড়া এভাবে চিকিৎসা দেয়াও সম্ভব নয়।
জেলা স্বাস্থ্য কমিটিতে স্থানীয় সাংসদ ও উপমন্ত্রীর প্রতিনিধি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ বলেন, এখানে ডাক্তাররা এসেছে জনগণকে চিকিৎসা সেবা দিতে, মার খেতে নয়। কয়দিন পর পর তাদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঘটনাটি সিসিটিভিতে আমি নিজেও দেখেছি। খুবই দুঃখজনক। হাসপাতাল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় তার সাথে আমিও একমত।
নেত্রকোনার সিভিল সার্জন ডা: এম এ গনি’র সাথে কথা বললে তিনি জানান, আমি অফিসিয়াল কাজে ঢাকায় এসেছি। বিষয়টা শুনেছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি কর্মস্থলে ফিরে ডাক্তারদের সাথে কথা বলে পরবর্তীতে কি করনীয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, প্রথমে বন্ধ রাখলেও পরে চিকিৎসা চালু করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবা চালু রাখতে হবে রোগীদের চিন্তা করেই। অন্য দিকে ডাক্তাররা যেভাবে আইনানুগ সহযোগিতা চান সেভাবে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা