বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরি কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বাস, ট্রাক ও মাইক্রোবাস থেকে নির্ধারিত ভাড়ার বাইরে ১০০ থেকে ১৭৫ টাকা অতিরিক্ত ‘বকশিস’ আদায়ের কারনে এই জরিমানা করা হয়। বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন আজ রবিবার বিকেল ৫টার দিকে এই অর্থ দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন সরকারি দায়িত্ব পালনের জন্য এ সময় শরণখোলা থেকে মোরেলগঞ্জ ফেরি পার হয়ে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। এ প্রতিনিধিকে জানান তিনি, ফেরি পারের সময় কয়েকটি ট্রাক, বাস ও মাইক্রোবাসের ড্রাইভার তার নিকট অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ফেরির টোল আদায়কারী মো. আবুল কালাম সিকদারকে ভোক্তা অধিকার আইনে ৫০হাজার টাকা জরিমানা করেন।
অভিযোগ রয়েছে, এই ফেরি ঘাটটিতে যানবাহন পারাপারের জন্য নির্ধারিত কোন চার্ট টাঙ্গানো নেই এবং এখানে বকশিসের নামে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ