গাইবান্ধা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ইউপি মেম্বার রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটনকে (৩৬) আটক করেছে পুলিশ।
সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা থেকে তাকে আটক করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
আটক রেজাউল সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য এবং উপজেলার রামভদ্র (কদমতলা) গ্রামের আবুল হাশেমের ছেলে।
ওসি আতিয়ার রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলকে থানায় হাজির করা হচ্ছে। এছাড়া রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব