বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লাপাতাকাটা লেমুয়া গ্রাম থেকে থানা পুলিশ একটি কঙ্কাল উদ্ধার করেছে। সোমবার সকাল ১১টা নাগাদ ওই এলাকার আক্কাস সিকদারের বাড়ির পেছন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের রাজমিস্ত্রি আক্কাস সিকদারের ঘরের পেছন থেকে মাটি খোঁড়ার সময় এই কঙ্কালটি পাওয়া যায়।
আক্কাস সিকদার জানান, "২০১৫ সালের ২৭ ডিসেম্বর তার নয় বছর বয়সী ছেলে আউয়াল নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান তিনি পাননি। আমার দৃঢ় বিশ্বাস ঘরের পেছনে মাটি খোঁড়ার সময় পাওয়া কঙ্কালটি আমার ছেলে আউয়ালের।"
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, "কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের পর তদন্ত করে বলা যাবে কঙ্কালটি কার।"
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৩