সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে।
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) রবিবার দুপুরে কলেজের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে।
কুভিকসাসের আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন আকাশের সঞ্চালনায় কুভিকসাসের আহ্বায়ক তৈয়বুর রহমান সোহেল সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আজাদ, সদস্য সচিব এম. বিল্লাল হোসেন। আরও বক্তব্য রাখেন কুভিকসাসের যুগ্ম আহ্বায়ক আজিম উল্লাহ হানিফ ও আর কে নিরব।