সিলেটের বিশ্বনাথে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কার্যক্রম আগামীকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব অমিতাভ পরাগ তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট, সাময়িক সনদপত্রধারী ও অনলাইনে আবেদনকারী/পূর্বেকার ৩১শে অক্টোবর ২০১৪ইং তারিখ পর্যন্ত হাতে হাতে (সরাসরি) লিখিত আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রার্থীগণকে নিজের স্বপক্ষে সকল প্রমাণ (মূলকপি) এবং ওয়েবসাইটে প্রকাশিত ফরম পূরণপূর্বক কমিটির নিকট উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘ব্যক্তিগতভাবে সকলকে নোটিশ দেওয়া সম্ভব হয়নি বলে এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হল। যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত কোন মুক্তিযোদ্ধা/আবেদনকারী/প্রতিনিধি নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকলেও যাচাই-বাছাই ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে।’
বিডি-প্রতিদিন/এস আহমেদ