কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চলছে ভারত থেকে আসা হাতির পালের তাণ্ডব। ৬ ফেব্রুয়ারি রাত থেকে প্রতিদিন হাতির পালটি আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে তাণ্ডব চালায় এবং ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আবার হাতিরপালটি ফিরে যায়।
প্রতি রাতের ন্যায় শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১/১০৭২ এর কাছে দক্ষিণ আলগারচর এলাকা দিয়ে হাতিগুলো বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে।
বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের খেওয়ারচর ফাঁড়ির ফাঁড়ি কমান্ডার মহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দিন যতোই যাচ্ছে আরও বেপরোয়া হয়ে উঠছে হাতির পালটি। প্রতিদিন দল ভারি করে খাবার খোঁজে সীমান্ত এলাকা ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে সারারাত জেগে সময় কাটাচ্ছেন। হাতি তাড়াতে কোনো ব্যবস্থাই কাজে আসছে না।
৬ ফেব্রুয়ারি রাত থেকে প্রতিদিন হাতির পালটি আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর কাছে আলগারচর এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৭ এর কাছে ঐতিহাসিক বড়াইবাড়ি এলাকা পর্যন্ত ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির পালটি। নষ্ট করেছে ফসলি জমি, ভাঙচুর করেছে ঘরবাড়ি, উপড়ে ফেলেছে শ্যালো মেশিনের পাইপ, নষ্ট করেছে সেচযন্ত্র।