নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
শনিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ (৩৭) এবং ফুলচাঁন (৪০)।
বরপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন্নুর জানান, গাজীপুর থেকে ৮ থেকে ১০ জন একটি পিকআপভ্যানে করে বড়াইগ্রামের রাজাপুরের মাছের আড়তের উদ্দেশে রওয়া হয়েছিলেন। পথে পিকআপভ্যানটি শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা