বেনাপোল সীমান্ত থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ রুপির চালান জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সকালে পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা দুই যুবককে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বলে। কিন্তু এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় নতুন দুই হাজার রুপির নোটের ১০ লাখ রুপি জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জব্দকৃত রুপিগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩