মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আট জন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেই দুই নারী হলেন ফরিদপুরের চেনাপোতা গ্রামের খোদেজা খাতুন (৪০) ও ছুটু বিবি (৭০)।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত মাসুদ হোসেন জানান, "সকালে মাইক্রোবাসে করে ফরিপুর থেকে ভারতের আজমির শরীফের উদ্দেশে তারা যশোরের বেনাপোলে যাচ্ছিলেন। তারা মঘিরঢাল এলাকায় পৌঁছালে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও আট জন আহত "
এ ব্যাপারে মাগুরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিটুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহত দুই জনের মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪