সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের পশ্চিম পাশে একটি ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুর নাম তামিম (০৭)। তামিম একই ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। শনিবার সকাল ১১টার দিকে তামিমের মরদেহটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তামিম মায়ের সঙ্গে নানা নরসিংহপাড়া রফিকুল ইসলামের বাড়ি বেড়াতে যায়। শুক্রবার বিকেলে থেকে সে নিখোঁজ ছিলো। সকালে গ্রামের পশ্চিম পাশে একটি ক্ষেতে তামিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর শিশুটির মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, "তামিমের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যার পর ক্ষেতের মধ্য ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫