নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা এলাকা থেকে সোহেল রানা নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে এই পুলিশ সদস্যকে আটক করা হয়। সোহেল কালিয়া উপজেলার বাঐসোনা গ্রামের আয়ুব আলীর ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে বাঐসোনা এলাকা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়। সোহেল ঢাকায় (ডিএমপিতে) কর্মরত আছে।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬