রাজশাহীর চর মাজারদিয়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটটি মানব কঙ্কাল উদ্ধার করেছে। বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কঙ্কালগুলো উদ্ধার করে।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "উদ্ধার হওয়া মানব কঙ্কালগুলোর আনুমানিক বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কঙ্কাল ফেলে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।"
তিনি আরও জানান, "ভোরে কমান্ডার হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চর মাজারদিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় আটটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। মানব কঙ্কালগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪