গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নফর শেখের সঙ্গে ফরিদ মুন্সীর বিরোধ চলে আসছিল। চার দিন আগে নফর শেখের লোকজন অতর্কিত ফরিদ মন্সীর বাড়ি ও সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। এর জের ধরে ফরিদ মুন্সীর লোকজন শনিবার সকালে নফর শেখের সমর্থদের ওপর হামলা চালায়। এসময় তারা কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার