গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আজ দুপুরে ট্রেনে কাটা পড়ে বাবুল রানা (২৮) নামে এক যুবকের নিহত হয়েছেন। উপজেলার বাগারপাড়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা পঞ্চগড় সদর থানার গোয়ালঝাড় এলাকার নবীবুর রহমানের ছেলে।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার