লক্ষ্মীপুরে ঢাকাগামী যাত্রীবাহি বাসের চাপায় লিটন নামের এক পথচারী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার পুলিশ লাইনস এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিএনজি থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিল পথচারী লিটন। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস ঘটনাস্থলে এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ারপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লিটন সদর উপজেলার আঠিয়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তবে বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯